Ticker

6/recent/ticker-posts

Ad Code

জিমিনাই এখন প্রেজেন্টেশন মাস্টার, স্লাইড তৈরি করবে পলকের মধ্যে!

জিমিনাই এখন প্রেজেন্টেশন মাস্টার, স্লাইড তৈরি করবে পলকের মধ্যে!
জিমিনাই এখন প্রেজেন্টেশন মাস্টার, স্লাইড তৈরি করবে পলকের মধ্যে!


গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা জিমিনাই যেন বলেই দিল, “এতো কাজ একা একা করতে গিয়ে মানুষ হাঁপিয়ে উঠছে, এবার থেকে আমি আছি তো!” আর সেই ভাবনা থেকেই এআই চ্যাটবটটিতে যুক্ত হয়েছে এক চমৎকার ফিচার—মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি করে দেবে পুরো প্রেজেন্টেশন।

চ্যাট, ছবি তৈরি—এগুলো তো আগেই পারত। এবার জিমিনাই এসে গেল একেবারে ক্যানভাস হাতে নিয়ে! শিক্ষার্থী, চাকরিজীবী, কিংবা প্রেজেন্টেশনের নাম শুনলেই মাথা ঘুরে যায়—সবাইয়ের জন্যই এটি হতে যাচ্ছে পরম বন্ধু।

এ ফিচার ব্যবহার করা? চা বানানোর মতোই সহজ।
হাতের কাছে থাকা কোনো আর্টিকেল, রিসার্চ পেপার বা রিপোর্ট আপলোড করুন। তারপর এক লাইন লিখে দিন:
“জলবায়ু পরিবর্তন নিয়ে একটি শিক্ষামূলক প্রেজেন্টেশন বানাও।”

ব্যস! আপনি বলার আগেই জিমিনাই বিশ্লেষণ করে ফেলবে আপনার নথির মূল পয়েন্টগুলো। এরপর থিমসহ, তথ্যসমৃদ্ধ এবং উপযুক্ত ছবিসহ ঠাসা স্লাইড হাজির।
একেবারে শুরু থেকে মাথা খাটানোর আর দরকার নেই।

১২ স্লাইডের প্রোডাক্ট লঞ্চ ডেক?
৬ স্লাইডের ঝকমকে কেস স্টাডি?
কি নেই এর ঝুলিতে!

স্কুল প্রেজেন্টেশনের দুশ্চিন্তা থেকে শুরু করে অফিসের সাপ্তাহিক রিপোর্ট—সবই বানিয়ে দেবে চোখের নিমিষে।

আরেকটা সুখবর:
জিমিনাইতে তৈরি করা প্রেজেন্টেশন এক ক্লিকে চলে যাবে গুগল স্লাইডসে। সেখানে চাইলে দারুণ সব এডিট করবেন, কিংবা দলের সঙ্গে মিলে-মিশে কাজ করে ফেলুন।

যদিও শুরুতে এই সুবিধা পাবেন কেবল প্রো গ্রাহকরা। তবে অপেক্ষা বেশি নয়, গুগল জানিয়েছে—কয়েক সপ্তাহের মধ্যেই ব্যক্তিগত এবং ওয়ার্কস্পেস ব্যবহারকারী—সবাই এই জাদু স্পর্শ পেতে চলেছেন।

সংক্ষেপে বললে:
এআই এখন শুধু জ্ঞানী নয়, দক্ষ ডিজাইনারও।
প্রেজেন্টেশন বানানোতে যাদের কালক্ষেপণ, জিমিনাই তাদের জন্য ঠিক আলাদিনের জাদুর চেরাগ!

এই ফিচার বদলে দেবে কাজের ধরন, কমাবে পরিশ্রম, আর সময়টাই হবে আপনার সবচেয়ে বড় সঞ্চয়। গুগলের নতুন এই পদক্ষেপে প্রযুক্তিজগতে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা।

জিমিনাইয়ের সাথে ভবিষ্যতের প্রেজেন্টেশন—এখন থেকেই শুরু।

Post a Comment

0 Comments